আহত চবি শিক্ষার্থীদের পাশে শাহজাহান চৌধুরী

| মঙ্গলবার , ২ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৫৪ পূর্বাহ্ণ

চবি ২ নম্বর গেট এলাকায় স্থানীয় ফ্যাসিবাদী দোসরদের হামলায় গুরুতর আহত চবি শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। গতকাল সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। এসময় আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম রনি, চবি সভাপতি মুহাম্মদ আলী, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, নায়েবে আমির আব্দুল হান্নান, সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, ডা. ইরফান চৌধুরী, জামায়াত নেতা মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং এক্স শাহীনের প্রশিক্ষণ সভা
পরবর্তী নিবন্ধজাপানি ভাষা ও সংস্কৃতি নিয়ে সেমিনার