আহত অপর ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৪৫ পূর্বাহ্ণ

চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রক্তিম সুশীলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রক্তিমের আইসিইউ সাপোর্ট প্রয়োজন হওয়ায় ভর্তি করানো হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকে তাকে গতকাল চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল আইসিইউর ইনচার্জ ডা. রাজদ্বীপ বিশ্বাস দৈনিক আজাদীকে জানান, রক্তিমকে জেনারেল হাসপাতালের আইসিইইউতে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত মঙ্গলবার চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন ৪ সহোদর। পরে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আরও এক ভাইয়ের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত আরেক ভাই রক্তিম চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু অবস্থার অবনতি হলে দ্রুত আইসিউতে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

পূর্ববর্তী নিবন্ধএবার গ্রেপ্তার ইউপি সদস্যের বাড়িতে হামলার অভিযোগ
পরবর্তী নিবন্ধঅল্পবয়সেই বিধবা হলেন তারা