বিদেশমুখী রোগীদের আস্থা বাড়াতে চিকিৎসকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। আই.এ.এইচ.এস. ইউএসটিসি ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনে আয়োজনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ইন্টার্ন চিকিৎসকদের বিদায়, রিসেপশন ও শপথ গ্রহণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিএ সভাপতি ডা. মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউএসটিসি মেডিকেল ডিরেক্টর ও সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. বদিউল আলম, আই.এ.এইচ.এস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রমা বড়ুয়া, ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আব্বাস উদ্দিন এবং মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সৈয়দ আহমেদ জাবেদ।প্রধান অতিথি আরো বলেন, স্বাস্থ্যখাত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পূর্ববর্তী সরকারের সময়ে এই খাতে বাজেট বরাদ্দ ছিল অপ্রতুল। ফলে স্বাস্থ্যসেবা কাঠামোতে দুর্বলতা তৈরি হয়েছে, যা জনগণের মধ্যে আস্থার সংকট সৃষ্টি করেছে।একজন চিকিৎসকের সবচেয়ে বড় গুণ হওয়া উচিত মানবিকতা। রোগীর কথা মন দিয়ে শোনা এবং সহানুভূতিশীল আচরণ করাএই দুইটি গুণ একজন চিকিৎসককে জনগণের আস্থার প্রতীক করে তোলে। রোগীরা শুধু ওষুধ নয়, ভালোবাসা ও বিশ্বাস খুঁজে চিকিৎসকের কাছে আসে। তাই আস্থা ফেরাতে হলে চিকিৎসকদের আন্তরিক হতে হবে, রোগীর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। ডা. শাহাদাত হোসেন বলেন, ইন্টার্ন চিকিৎসকরা একসময় দেশের বিশেষজ্ঞ চিকিৎসক হবেন। তাই শুরু থেকেই মানবিক মূল্যবোধ ও পেশাগত নৈতিকতা মেনে চলার চর্চা করতে হবে। চিকিৎসা শুধু পেশা নয়, এটি একটি সেবামূলক ব্রত। এই ব্রত পালনের মধ্য দিয়েই আমরা মানুষের আস্থা অর্জন করতে পারি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ডা.সাবিনা ইয়াসমিন, অধ্যাপক ডা. কুদির, অধ্যাপক ডা. রিফাত কামাল রনি, ডা.মহসিনুল আজাদ জায়েদ, ডা. গিয়াস উদ্দিন নয়ন, তানিম, ওমর, রূপম, তাওসিফ, মারুফ, রোহান ,অহর, ওয়াসি, শামস, মিনহাজ, আশিক, সায়েদ, মিশালসহ আইএএইচএস ইএসটিসি মেডিকেল কলেজের চিকিৎসক, শিক্ষক, ইন্টার্ন ডাক্তার ও ছাত্রছাত্রীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।