ও ভাই আরা চাটগাইয়া নওজোয়ান / দইজ্জার কুলত বসদ গড়ি / শিনা-দি ঠেহাই ঝড় তোয়ান।
আমাদের চিটাগাং’র একটা বিখ্যাত গান, গানের সারমর্ম হলো শত প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আমরা খরা বৃষ্টি ঝড় তুফান হলে সকলে মিলে মিশে এক হয়ে তা প্রতিরোধ করার চেষ্টা করি, সমপ্রতি সীতাকুণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ রোগী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল, সামরিক হাসপাতাল সহ আশে পাশে আরো অনেক হাসপাতালে স্থানান্তর তাদের সেবা সরকারী দলীয় রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনগুলো সহ রিক্সাওয়ালা সিএনজি ওয়ালা সাধারণ মানুষের পক্ষ হতে বিপদগ্রস্ত অচেনা অজানা মানুষ গুলোকে সাহায্য করবার জন্য বীর চট্টগ্রামের আপামর জনসাধারণ মানুষের যে আহাজারি, যে একাত্মবোধ, যে উঠেপড়ে লাগা, মানুষের জন্য মানুষের সাহায্য সহযোগিতা যে কত প্রবলভাবে করতে পারে চট্টগ্রামের মানুষেরা, তা এদেশের অন্যান্য অঞ্চলের জন্য এক বিরাট শিক্ষা,এক বিরাট মনুষ্যত্ববোধ, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্রিন্ট ইলেক্ট্রোনিক মিডিয়ায় সকলেই চট্টগ্রামের মানুষের এমন ভালবাসায় পঞ্চমুখ।
পক্ষান্তরে লন্ডন খ্যাত সিলেট সুনামগঞ্জের স্মরণকালের বৃহত্তর বন্যায় এতো এতো লন্ডন প্রবাসী থাকার পরেও এত বড় বিপদে একজন মাঝি ভ্যান ড্রাইভারের সুযোগে সদ্ব্যবহার, কোন লন্ডন প্রবাসী এগিয়ে না আসা, সবাইকে একপ্রকার হতবাক করেছে, এক প্রকার মনে হলো তারা আদৌ চট্টগ্রামের মানুষের মানবিক সেবার শিক্ষাটি নিতে পারেনি, খুব ছোটকাল থেকে শুনে আসছি সিলেটের অধিকাংশ মানুষ লন্ডনে বসবাস করে, তারা অনেক ধনী, বড়লোক, বিশ্বের দ্বিতীয় লন্ডন বাংলাদেশের সিলেট, আজ নতুন করে তাদের ব্যাপারে উপলব্ধি করলাম।
আসুন ব্যক্তিগত ও সামাজিক জীবনে তিনটা “ম” কে প্রাধান্য দিই, আমরা ম -অর্ধাক্ষরের এর মানুষ হয়ে মানুষের জন্য কাজ করি, ম- অর্ধাক্ষরের মানবিক হয়ে মানুষের বিপদে আপদে নিজেকে সঁপে দিই, ম-অর্ধাক্ষরের মায়ের সন্তান হয়ে এদেশমাতার যত্নে সকলে একাত্মবোধ হয়ে কাজ করি। লাল সবুজের পতাকায় নিজেদের গর্বিত করি।