এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে যখনই মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি তারি সাথেই জন্ম হয়েছে আমাদের উদারতা, ভালোবাসা এবং মানবিকতা। আমরা সমাজে বসবাস করি। তাই একে অপরকে সাহায্য সহযোগিতা করায় আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্যও বটে। এই সমাজে বসবাস করতে হলে আমাদের প্রত্যেকটা মানুষকেই সুন্দরভাবে ভালোবাসতে হবে। সুন্দরভাবে ভালোবাসার জন্য প্রয়োজন আমাদের একটি সুন্দর মন যা আমাদের এই সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারো প্রতি কোনও হিংসা বিদ্বেষ না রেখে প্রত্যেকটা মানুষকেই সুন্দর দৃষ্টিতে দেখা উচিত। একে অপরের বিপদ–আপদে সব সময় সহযোগিতা করার মূল উদ্দেশ্য হল জাগ্রত বিবেক। জাগ্রত বিবেকের অধিকারী মানুষ পরিবার, সমাজ এবং দেশের জন্য শান্তি এবং মানবিকতার উদারতাকে তুলে ধরার চেষ্টা করে। তাই একটি সুন্দর সমাজ বিনির্মাণের প্রয়োজন মানবিকতা। আসুন আমরা মানবিক হই।