বর্তমানে বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের হার দিনদিন ভেড়েই চলেছে, ডেঙ্গুজ্বর নিয়ে প্রতিদিন শতশত মানুষ হাসতাপালে ভর্তি হচ্ছে দুর্ভাগ্য বশত অনেকে মৃত্যুর কাছে হার মানছে এটি এখন বাংলাদেশের প্রতিদিনের চিত্র।
আমাদের স্মরণ রাখতে হবে আমরা হারামানা জাতি নয় এই কিছুদিন আগেও আমরা সম্মিলিত প্রচেষ্টায় করোনা (কোভিড–১৯) কে হার মানিয়েছি, ইনশাআল্লাহ আমরা ডেঙ্গুকেও হারমানাতে পারবো।
প্রয়োজন শুধু একটু সচেতনতা একটু সর্তকতার, আমাদের সচেন হতে হবে আমাদের চারপাশ নিয়ে, আমাদের বাড়ির আঙ্গিনা ছাদ ও অন্যান্য স্থান যেখান ডেঙ্গু প্রজনন বৃদ্ধির সুযোগ পায় সেখানে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোথাও পানি জমে থাকতে দেয়া যাবে না, ফুলের টব, প্লাস্টিকের পাত্র, টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, টিনের কৌটা, নারিকেলের পরিত্যক্ত খোসা, মটকা, ইত্যাদি এসব জায়গায় জমে থাকা পানি পরিষ্কার করতে হবে তাহলে ডেঙ্গুর বংশ বিস্তার হ্রাস পাবে, অন্যদিকে আমাদের বিশেষ করে বর্ষা মৌসুমে ঘুমানোর আগে অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। সম্ভব হলে সারা শরীরে মশা নিরোধক ক্রিম ব্যবহার করতে হবে। এই সময়ে জ্বর হলে অবহেলা না করে সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে হবে তাহলে ডেঙ্গু রোগীর সুস্থতার হার বেড়ে যাবে মৃত্যুর হার কমে ডেঙ্গু অমাদের কাছ থেকে বিদায় নিবে। তাই আসুন ডেঙ্গুতে ভয় নয়, সচেতন ও সর্তকতার মধ্যে দিয়ে করোনার মত ডেঙ্গুকেও করি জয়।