দান মানুষের পাপ মোচন করে। দান একটি মহৎ কাজ। দানের ব্যাপারে সব ধর্মে উল্লেখ আছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ (দঃ) বলেছেন, ‘প্রত্যেকের উপর তার প্রতিবেশীর হক রয়েছে’। যেমন-ধনীর উপর গরীবের হক, প্রতিবেশী অসুস্থ হলে দেখতে যাওয়া, ইত্যাদি। মহানবীর কাছে যে কোন ধর্মের লোক সাহায্যের জন্য আসলে তাকে ফিরিয়ে দিতেন না বরং যথাসাধ্য সহযোগিতা করতেন। রাসূলুল্লাহ (দ.) বলেন, “সাদকা করলে কোন মানুষের সম্পদ কমে না।” (তিরমিযী, ইবনে মাজাহ)।দানের ফলে বিপদ আপদ দূর হয়। মানুষের কল্যাণে নিজের অর্থ-সম্পদ ব্যয় বা প্রদান করাকে দান বলা হয়। ভূপেন হাজারীকার সেই বিখ্যাত গানের সুরে বলতে হয় ‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। আমরা কি পারি না শীতের এই সময়ে রাস্তায় পড়ে থাকা গরীব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর কারণে আমাদের কথা বাদই দিলাম এসব অসহায় মানুষদের জীবন যাত্রার মান অনেকটা নাজুক অবস্থায়। সপ্তাহে যারা ৫/৬ বেলা পেট ভরে খেতে পারেনা। আসুন এই শীতের সময়ে যার যতটুকু সামর্থ্য আছে আমরা এসব অসহায় মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিই। জয় হোক মানবতার। জয় হোক মানুষের।