আসিফের ‘পাষাণী’

| সোমবার , ১ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:০৮ পূর্বাহ্ণ

বাংলা গানের ‘যুবরাজ’ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। প্রথম অ্যালবাম প্রকাশের পরই পান আকাশ ছোঁয়া তারকাখ্যাতি। এরপর সংগীতাঙ্গন দাপিয়ে বেড়িয়েছেন টানা এক যুগ। নন্দিত এই শিল্পীর গাওয়া ‘ও পাষাণী বলে যাও কেনো ভালোবাসোনি’ গানটি দারুণ জনপ্রিয়তা লাভ করে। দীর্ঘদিন পর ‘পাষাণী’ শিরোনামের গানে কণ্ঠ দিলেন তিনি। আজ ১ ফ্রেব্রুয়ারি এই গান মুক্তির মধ্য দিয়ে যাত্রা শুরু করবে ধ্রুব মিউজিক গ্যালারি। গানটির কথা লিখেছেন ওমর ফারুক, সুর করেছেন মিলন আর সংগীতায়োজনে ছিলেন এমএমপি রনি।
ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও জনপ্রিয় কণ্ঠশিল্পী ধ্রুব গুহ বলেন, বিশ্বায়নের যুগে বাংলা গানও যুক্ত হয়েছে সমসাময়িক মিছিলে। ফলে বেড়েছে ভিডিওর কদর। গানের ভিডিওর কারণে অডিওর প্রতি মনোযোগ কমে যায় বলে কেউ কেউ দাবি তুলছেন। একটা গানের অডিও যদি কানে থেকে যায়, যদি তা হৃদয়ে জায়গা করে নেয়, আপন মনেই সেই গান লেগে থাকে ঠোঁটের গুনগুনে। আসিফ আকবর বলেন, ধ্রুব মিউজিক স্টেশন এই সময়ে দারুণ একটি সিদ্ধান্ত নিয়েছে! ধ্রুব মিউজিক গ্যালারির জন্য শুভ কামনা। সেই সঙ্গে আমার নতুন গান ‘পাষাণী’ দিয়ে যাত্রা শুরু করছে ধ্রুব মিউজিক গ্যালারি, এটা আমার জন্য এবং আসিফিয়ানদের জন্য আনন্দের। এ গানের মাধ্যমে আসিফিয়ানরা পুরোনো আসিফ আকবরকে খুঁজে পাবেন বলে প্রত্যাশা করছি।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্ন যেন সত্যি হলো শুভর
পরবর্তী নিবন্ধ‘পরান পাখী ময়না’