নগরে ছিনতাই মামলার এক আসামিকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর আকবরশাহ থানার পুলিশ বিট স্ক্র্যাপ কলোনিতে এ ঘটনা ঘটে। হামলায় ডিবি পশ্চিম জোনের পরিদর্শক মাহফুজুর রহমান ও এসআই শেখ ফরিদ আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ডিবি, আকবরশাহ ও খুলশী থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফাতেমাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আকবরশাহ থানার ওসি জহির হোসেন আজাদীকে বলেন, একটা মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিল ডিবির একটি টিম। এ সময় আসামিরা সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা করে। পরে পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করে।
জানা গেছে, ছিনতাই হওয়া মোবাইলের অবস্থান নিশ্চিত হয়ে রাত সাড়ে ১০টায় ডিবির একটি টিম পাহাড়তলীর খুলশী পুলিশ বিট ফাঁড়ির পিছনে স্ক্র্যাপ কলোনিতে অভিযান চালায়। মোবাইল চুরির সঙ্গে জড়িত একজনকে এ সময় গ্রেপ্তার করে তারা। ওই এলাকা থেকে বের হয়ে আসার সময় স্থানীয় মাদক ব্যবসায়ী ফাতেমা, শাকিল, সাগরের নেতৃত্বে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিতে হামলা চালানো হয় ডিবি পুলিশের কর্মকর্তাদের ওপর। এতে দুই কর্মকর্তা আহত হন।
খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়। পুলিশ এ সময় হামলায় জড়িত শাকিল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে। পরে আকবরশাহ থানার ওসি জহির হোসেনের নেতৃত্বে ওই এলাকায় শুরু হয় সাঁড়াশি অভিযান। অভিযানে মাদক ব্যবসায়ী ফাতেমা, তার মেয়ে শান্তা ও মঈনসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
ওসি জহির জানান, ২০২০ সালে একই কায়দায় মাদক ব্যবসায়ী ফাতেমার নেতৃত্বে আকবরশাহ থানার দুই কর্মকর্তার ওপর হামলা হয়েছিল।