ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে পার্বত্য জেলা রাঙামাটিতে প্রথম মামলা হয়েছে। রাঙামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জেলার লংগদু উপজেলার এক বাসিন্দা। জায়গা–জমি সংক্রান্ত এই মামলায় আসামি করা হয়েছে আপন চার ভাই, স্থানীয় মৌজা হেডম্যান ও জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) কানুনগোকে। গত রোববার রাঙামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কহিনুর আক্তার মামলাটি আমলে নিয়ে রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার বাদী হলেন, জেলার লংগদু উপজেলার রাঙাপানি ছড়া গ্রামের মৃত হংসমুনি চাকমার ছেলে সুমেন্টু চাকমা। আসামি চারভাই হলেন– নির নক্স চাকমা, যুব নক্স চাকমা, কুব নক্স চাকমা ও কমল বিকাশ চাকমা। তারা সবাই একই গ্রামের (রাঙাপানি ছড়া) সুরেন্দ্র কুমার চাকমার ছেলে। অন্য দুই আসামি হলেন– রাঙামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের এসএ শাখার কানুনগো মিলন কান্তি চাকমা এবং বাঘাইছড়ি উপজেলার ৩৭৮ নম্বর মারিশ্যা মৌজার হেডম্যান অমিয় কান্তি খীসা।
গতকাল সোমবার দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিবরণ চাকমা জানান, রাঙামাটি লংগদুর উপজেলার একটি জায়গার অনেকজন উত্তরাধিকার থাকা শর্তেও চার ব্যক্তি নিজেদের নামে নামজারি করেছেন। এ ঘটনার তথ্য গোপনকারী ও জড়িত হিসেবে ডিসি অফিসের কানুনগো এবং স্থানীয় মৌজা হেডম্যানকে আসামি করা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ওসি কোতোয়ালীকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এটি রাঙামাটিতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন– ২০২৩– এর প্রথম মামলা।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন– ২০২৩’ বিলটি জাতীয় সংসদে পাস হয়েছে। আইন পাসের পর রাঙামাটিতে এটিই প্রথম মামলা।