নগরের স্টেশন রোড এলাকা থেকে চার বোতল বিদেশি মদসহ একজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন রোডের এক বাসায় আসামি ধরতে গিয়ে এসব অবৈধ বিদেশি মদ জব্দ করে কোতোয়ালী থানা পুলিশ।
অভিযান সূত্রে জানা যায়, নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড রিয়াজউদ্দিন বাজারের বিপরীতে একটি বাসায় আসামি লুকিয়ে রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ওই বাড়িতে প্রবেশ করে তল্লাশিকালে চার বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের বোতল পাওয়া যায়। এসব মদের মধ্যে রয়েছে ব্ল্যাক লেবেল, মিশ্রিত স্কচ হুইস্কি যা স্কটল্যান্ডের চিভাস রিগাল ও রয়্যাল স্ট্যাগ। পরে মদসহ এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের চৌধুরী বলেন, বিদেশি চার বোতল মদসহ একজনকে আটক করা হয়েছে। স্টেশন রোডের হোটেল সৈকতের পাশ থেকে তাকে আটক করা হয়। মদগুলো তার হেফাজতে ছিল। সে এগুলো নিয়ে ব্যবসা করছিল। এই ব্যাপারে তদন্ত চলছে।