প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে ক্ষমতাচ্যুত করা সিরীয় বিদ্রোহীদের প্রধান কমান্ডার আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন, তিনি সাবেক সরকারের নিরাপত্তা বাহিনীগুলোকে ভেঙে দেবেন, তাদের কুখ্যাত কারাগারগুলো বন্ধ করবেন আর নির্যাতন ও হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করবেন। খবর বিডিনিউজের।
বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন। রয়টার্স লিখেছে, আসাদ পরিবারের পাঁচ দশকের শাসনকালে সিরিয়া মধ্যপ্রাচ্যের অন্যতম নিপীড়ক পুলিশি রাষ্ট্র হিসেবে কাজ করেছে।
জোলানির নেতৃত্বাধীন আল কায়েদার সাবেক শাখা হায়াত তাহরির আল–শাম (এইচটিএস) এখন সিরিয়ার সবচেয়ে শক্তিশালী বাহিনী। জোলানিকে গত পাঁচ দশকে নির্যাতনের শিকার লোকজনের বিচারের দাবি এবং সহিংস প্রতিশোধ স্পৃহা প্রতিরোধ করার প্রয়োজনীয়তার মধ্যে ভারসাম্য এনে আন্তর্জাতিক ত্রাণ নিশ্চিত করতে হবে ।
সিরীয়রা স্বজনদের খোঁজে দেশটির কুখ্যাত কারাগারগুলোতে ভিড় জমিয়েছে। আসাদ সরকার এসব কারগারে লাখ লাখ বন্দিকে আটক করে রেখেছিল বলে বিভিন্ন হিসাব বলছে। এসব বন্দির অনেকে জীবিত মুক্তি পেয়েছেন, অন্যদের মৃত হিসেবে শনাক্ত করা হয়েছে এবং আরও কয়েক হাজারের কোনো খোঁজ এখনও মেলেনি।