আসর শেষে বাগানের কলা গাছ কেটে গেল মাদকসেবীরা

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ৪ জুলাই, ২০২৩ at ৬:২৭ পূর্বাহ্ণ

রাউজানের ডাবুয়া ইউনিয়নে ‘মাদকসেবীরা’ একটি বাগানের প্রায় ৫০টি কলা গাছ কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সন্ধ্যার পর ডাবুয়া রোয়াইঙ্গা বিল এলাকার সাজ্জাদ মিয়ার বাগানে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত সাজ্জাদ মিয়া বলেন, ঋণ নিয়ে তিন শতাধিক কলা গাছের বাগান করেছি। বাগানের অধিকাংশ কলাগাছে অপরিপক্ষ কলা রয়েছে। আগামী দুই মাসের মধ্যে কেটে বিক্রির আশা ছিল। কিন্তু রোববার সন্ধ্যার পর কিছু মাদকসেবী বাগানে মাদকের আসর বসিয়ে পরে চলে যাওয়ার সময় প্রায় ৫০টি কলা গাছ কেটে ফেলেছে।

স্থানীয়রা জানান, রোয়াইঙ্গা বিল এলাকা মাদকসেবীদের ‘স্বর্গ রাজ্য’। বিকাল থেকে কলা বাগানের ভিতর বসে তারা আসর জমিয়ে বসে। উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকার অনেকেই বলেছেন, তারা মাদক ব্যবসায়ীদের উৎপাতে অতিষ্ট। এলাকার পরিবেশ বিষিয়ে তুলেছে চিহ্নীত মাদক ব্যবসায়ী। মাদক বিক্রেতারা একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হলেও জামিনে এসে আবারও পুরানো পেশায় লিপ্ত হয়েছে। স্থানীয়দের মতে মাদকের উৎপাত রয়েছে পৌরসভার পাঁচ নম্বার ওয়ার্ডের নন্দীপাড়া, বিনাজুরী, হলদিয়া, নোয়াপাড়া ও গহিরা ইউনিয়নের বিভিন্ন স্থানে।

রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, রোয়াইঙ্গা বিল এলাকার কলাগাছ কেটে ফেলার সংবাদ লোকমুখে শুনলেও কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। তিনি জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে পুলিশ অভিযান পরিচালনা করে আসছেন। প্রতিনিয়ত মাদকসহ বিক্রেতা ও পাচারকারীদের ধরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হচ্ছে। কিছু ব্যক্তি জামিনে এসে পুরানো পেশায় যুক্ত হচ্ছে এমন সংবাদ পেলেই তাদের ধরতে অভিযান চলছে। ডাবুয়ার রোয়াইঙ্গা বিল এলাকার মাদক কারবারীসহ এ কাজে লিপ্তদের ধরতে অভিযান চলবে বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধনগরীর বর্জ্য ব্যবস্থাপনা বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে সাজাতে হবে : মেয়র
পরবর্তী নিবন্ধসরকার পালাবারও পথ খুঁজে পাবে না : ফখরুল