দেশব্যাপী কোটা আন্দোলনের নামে অস্থির সময়ে দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক বার্তা দিতে আগামীকাল চট্টগ্রাম আসছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় নির্দেশে আগামীকাল ৩১ জুলাই সকাল ১১টায় নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর–উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা আহ্বান করা হয়েছে। বর্ধিত সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এছাড়াও চট্টগ্রামের সকল মন্ত্রী–প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যগণও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সভায় উপস্থিত থাকবেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানসহ জেলার প্রায় ৬শ’ দলীয় নেতা ও জনপ্রতিনিধি।
এই ব্যাপারে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান আজাদীকে বলেন, কেন্দ্রীয় নির্দেশে ৩১ জুলাই নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর–উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা আহ্বান করা হয়েছে। বর্ধিত সভায় মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ, নগর সকল থানা ও ওয়ার্ড কমিটির সভাপতি–সাধারণ সম্পাদকবৃন্দ, সিটি মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি–সাধারণ সম্পাদক।
উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলী, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত থাকবেন।
যৌথ বর্ধিত সভায় কোটা আন্দোলনের নামে নাশকতাকারীদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকাসহ সাংগঠনিক বেশ কিছু নির্দেশনা আসতে পারে বলে একাধিক সূত্রে জানা গেছে।