আসছে বসন্তে বেওয়ারিশ হবো

ফাতিমা কানিজ | বৃহস্পতিবার , ২৮ নভেম্বর, ২০২৪ at ৬:৫৮ পূর্বাহ্ণ

তুমি ছায়া হয়ে আসো

অমোঘ হাসি হাসো

নরম আবেগে স্বাপ্নিক ভাসো

তুমি আমাকেই ভালোবাসো।

তোমাকেই শুধু চাই

অসময়ে তোমার মাঝে হারাই

প্রেম সুন্দর, আকাঙ্ক্ষার হাত বাড়াই

নীরব দহনে কেবল মায়ায় জড়াই।

তোমায় দিলাম পদ্মবুক, দুচোখের নীড়

দমকা হাওয়া আর শরৎ শিশির,

দমিয়ে রাখো দ্বিধা, দুঃখ ভেজা মন

আমায় দিলে পাখির গান, স্নিগ্ধ জীবন

দিনশেষে তুমিও বাঁচো,

আমিও বাঁচি মুগ্ধ সে ক্ষণ।

কাজলা ভোরে আঁচল ধরে বলো

বেনেবৌ, তোমারি রবো

আসছে বসন্তে আমরা বেওয়ারিশ হবো।

পূর্ববর্তী নিবন্ধকবিতাকে নিজের মতো করে
পরবর্তী নিবন্ধবৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় ওয়ান হেলথ বা এক স্বাস্থ্য