আসছে এক দফার আন্দোলন, নির্দলীয় সরকারের রূপরেখাও দেব : ফখরুল

| মঙ্গলবার , ২৭ জুন, ২০২৩ at ৯:৩৪ পূর্বাহ্ণ

আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে চূড়ান্ত আন্দোলনের যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।নির্বাচনকালীন নির্দলীয় সরকার কেমন হবে, তার একটি রূপরেখাও বিএনপি দিতে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক মাস বাকি থাকতে রোববার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নিজেদের পরবর্তী কর্মপন্থা জানান বিএনপি মহাসচিব।

নির্দলীয় সরকারের অধীনে না হলে দশম সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে রেখেছে বিএনপি। সেই লক্ষ্যে এখন ১০ দফার আন্দোলনে রয়েছে তারা। এই আন্দোলনের চূড়ান্ত পর্যায় কবেএক সাংবাদিকের প্রশ্নে ফখরুল বলেন, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আন্দোলনে আছি, মূলত একদফার আন্দোলনেই আছি। এটা একেবারে আনুষ্ঠানিকভাবে আসবে। তা খুব শিগগিরই দেখতে পারবেন.. শিগগিরই, জোর দিয়ে বলেন তিনি। ঈদের পর আন্দোলন জোরদারের কথা জানিয়ে ফখরুল বলেন, যারা আমাদের সঙ্গে একসাথে যুগপৎ আন্দোলন করছেন, তাদের সঙ্গে কথা বলছি। তাদের সাথে আলোচনা করে আন্দোলনকে আরও বেগবান করব। খবর বিডিনিউজের।

বিএনপি দাবি করে এলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, বর্তমান সংবিধান অনুযায়ী নির্দলীয় সরকার আনার কোনো সুযোগ নেই। আর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আদালতের রায়েই বাতিল হয়েছে। আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন সুষ্ঠু হবে নাএমন দাবি করে আসা ফখরুল বলেন, সার্বিক অবস্থার প্রেক্ষিতে আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি নিয়ে এসেছি। (সংবিধান) সংশোধনীর উপর আলোচনা করছি, পরবর্তীতে সকলের সাথে আলোচনার মাধ্যমে একটা রূপরেখা আসবে বলে আমরা আশা করছি।

পূর্ববর্তী নিবন্ধ‘প্রেমের ঘটনা থেকে’ কক্সবাজারে দুদিনে ২ খুন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ডিআইজি পদে নুরে আলম মিনার যোগদান