নগরীর কোতোয়ালী থানাধীন আসকার দীঘির দক্ষিণ পাড়ের মালিপাড়া এলাকায় অর্পিতা মজুমদার নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গতকাল সকালে অর্পিতার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্বামী রাজন দাসের সাথে অর্পিতা মালিপাড়ায় ঘর ভাড়া নিয়ে বসবাস করতেন। এছাড়া ওই বাসায় অর্পিতার মাও থাকেন। স্ত্রীর মৃত্যুর খবর জানাজানির পর স্বামী পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির আজাদীকে বলেন, সাত বছর আগে তাদের বিয়ে হয়। রাজন পেশায় মুরগি ব্যবসায়ী। আমাদের ধারণা পারিবারিক কলহের জেরে অর্পিতা মজুমদার গলায় ফাঁস দিয়েছেন। স্বামীর সাথে প্রায় তার ঝগড়া হতো। চার বছর বয়সী তাদের একজন শিশু সন্তান রয়েছে। সেও বাবা মার ঝগড়ার কথা আমাদের জানায়। তিনি বলেন, স্বামী রাজন দাসকে পাওয়া যাচ্ছে না। স্ত্রীর গলায় ফাঁস দেওয়ার ঘটনায় তার প্ররোচণা ছিল কিনা তা ক্ষতিয়ে দেখা হবে।
মৃতের স্বজনরা জানান, অর্পিতার মা একজন পোশাককর্মী। তিনি রান্না সেরে সকাল সাড়ে ৭টার দিকে কর্মস্থলে চলে যান। সকাল ১০টার দিকে অর্পিতার সন্তান ফোন করে তার নানীকে মায়ের মৃত্যুর খবর জানায়। তাদের দাবি, স্বামী রাজনের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ঝগড়া চলে আসছিল। শুক্রবার রাতেও তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। অর্পিতাকে প্রায়ই মারধর করত স্বামী।