আশিকুর রহমান লস্করের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯০ কোটি টাকা খেলাপি ঋণ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ জানুয়ারি, ২০২৫ at ১০:৪৫ পূর্বাহ্ণ

ন্যাশনাল ব্যাংক খাতুনগঞ্জ শাখার ১৯০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় শীর্ষ ঋণ খেলাপি ও সীতাকুণ্ডের গ্র্যান্ড ট্রেডিং এন্টারপ্রাইজ লিমিটেডের এমডি আশিকুর রহমান লস্করের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ঋণ নিয়ে পরিশোধ না করায় আশিকুর রহমান লস্করের বিরুদ্ধে ২০২২ সালে অর্থঋণ মামলা করে ন্যাশনাল ব্যাংক। ২০২৩ সালের ২২ মে উক্ত মামলায় ডিক্রি হয়। ৬০ দিনের মধ্যে ঋণ পরিশোধ করার জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু বিবাদী তা করেননি। একপর্যায়ে একই বছরের ১ আগস্ট বিবাদীর বিরুদ্ধে উক্ত ঋণ আদায়ের লক্ষ্যে জারি মামলা দায়ের করা হয়। বিভিন্ন ব্যাংকে আশিকুর রহমান লস্করের গৃহীত ঋণের পরিমাণ প্রায় ৩ হাজার কোটি টাকা বলেও জানান বেঞ্চ সহকারী।

পূর্ববর্তী নিবন্ধআজ বোয়ালখালীতে আবদুল আজিজ (ক.) এর বার্ষিক ওরশ
পরবর্তী নিবন্ধপুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী সাময়িক বরখাস্ত