চট্টগ্রামের মানুষের প্রত্যাশা ও আশার প্রতীক হয়ে তারেক রহমান আসছেন বলেন মন্তব্য করেছেন চট্টগ্রাম–১০ আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সাঈদ আল নোমান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত মানুষ আজ নতুন আশায় বুক বেঁধেছে। সেই আশার নাম তারেক রহমান, সেই আশার প্রতীক ধানের শীষ। চট্টগ্রামের তারেক রহমানের মহাসমাবেশ সেটিই প্রমাণ করবে।
গতকাল শনিবার চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। সাঈদ আল নোমান বলেন, চট্টগ্রাম সব সময় গণতন্ত্রের পক্ষে, ভোটের অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে। এই নগরের মানুষ কখনো অন্যায়ের সঙ্গে আপোস করেনি। আজ আবারও চট্টগ্রাম জেগে উঠেছে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের সেই হারানো অধিকার ফিরিয়ে দিতে প্রস্তুত। তিনি বলেন, দেশের মানুষ আজ পরিষ্কারভাবে বুঝে গেছে–কারা ভোট কেড়ে নিয়েছে আর কারা ভোট ফিরিয়ে দিতে চায়। বিএনপি কখনো ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপির শক্তি জনগণ, বিএনপির রাজনীতি মানুষের আস্থা ও ভালোবাসার ওপর দাঁড়িয়ে।
এদিন তিনি হালিশহর থানাস্থ ২৬ নম্বর ওয়ার্ড ফইল্যাতলী বাজার, গলিচিপা পাড়া, বি ব্লক, ফুল চৌধুরী পাড়া, আব্বাস পাড়া, চৌধুরী পাড়া, মোল্লা পাড়া, নিয়াজ পাড়া, পাঁচঘর পাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।










