আল্লাহর বিধান মেনে চললে দুনিয়া ও আখেরাতে সফলতা পাওয়া যাবে

কোতোয়ালী থানা জামায়াতের রুকন সম্মেলনে শাহজাহান চৌধুরী

| মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, প্রত্যেককে একেকটি বিষয়ে অভিজ্ঞ হতে হবে। বেশি বেশি করে কোরআন ও হাদিস জানার চেষ্টা করতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। আল্লাহর বিধান অনুযায়ী চললে দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে এবং আখেরাতেও মুক্তি মিলবে। এমন কোনো কথা না বলা, যা আল্লাহকে অসন্তুষ্ট করে। ইসলামী আন্দোলনের কর্মীদের সাহাবীদের জীবনের আদর্শ অনুসরণ করে নিজেদের গঠন করতে হবে। অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে এবং সর্বস্তরের জনসাধারণের নিকট ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। আর ইসলামের আলোকে নিজেদের জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে গঠন করলেই প্রকৃত শান্তি ও সফলতা অর্জিত হবে।

গতকাল সোমবার দেওয়ান বাজারস্থ মহানগরী জামায়াতের কার্যালয়ে বিআইএ মিলনায়তনে কোতোয়ালী থানা জামায়াতের ত্রৈমাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কোতোয়ালী থানার আমীর আমির হোছাইনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, মহানগরীর নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। সম্মেলনে আরও বক্তব্য দেন, কোতোয়ালী থানার নায়েবে আমীর অধ্যাপক আবদুজ জাহের ও আহমদ রশীদ আমু, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১১ ভারতীয় গরুসহ রাঙামাটিতে আটক দুই পাচারকারী
পরবর্তী নিবন্ধবেতন বাড়ানোর উদ্যোগ, প্রাথমিক শিক্ষকদের কেউ খুশি কেউ অখুশি