৩৮নং ওয়ার্ড সল্টগোলা ক্রসিং থেকে বাকের আলি ফকিরের টেকের মোড় পর্যন্ত দৈনিক ১৪০টির মত ব্যাটারী চালিত তিন চাকার অবৈধ টমটম গাড়িগুলো সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চলাচল করার ফলে পণ্যবাহী ট্রাক, প্রাইভেট কার, সিএনজিগুলো অবাধে চলাচল করতে পারছে না। অত্র এলাকার ব্যবসায়ীদের মারাত্মক ক্ষতি হচ্ছে। বিগত ২/৩ বৎসর আগে এ,সি,আই কোম্পানিকে ব্রিক ফিল্ডে গুদাম ভাড়া দেওয়ার ফলে পণ্যবাহী ট্রাকের চলাচল অনেকটা বৃদ্ধি পেয়েছে। এইগুলি চালু হওয়ার পর থেকে এই পর্যন্ত দুর্ঘটনায় অনেক লোক আহত, নিহত হয়েছে। এই টমটমগুলো নাকি দৈনিক চাঁদা পরিশোধের মাধ্যমে চলাচল করছে। এই চাঁদা কারা নেয় তা সকলের জানা আছে। তাই আল্লাহর ওয়াস্তে টমটমগুলো বন্ধ করা হউক।
– এস. এম জাভেদ হোসেন, ৩৮ নং ওয়ার্ড বন্দর, চট্টগ্রাম