আল্লাহ নিশ্চয়ই ঠিক করেন কে সম্মান পাবে : দীপা খন্দকার

| শনিবার , ৬ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫৬ পূর্বাহ্ণ

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার সামাজিকমাধ্যমে বেশ সরব। বিশেষ করে ফেসবুকে প্রকাশ করেন কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। নতুন এক পোস্টে দীপা খন্দকার আরও একবার স্মরণ করিয়ে দিলেন ‘সম্মান দেওয়ার মালিক আল্লাহ’। তিনি লেখেন, ‘আল্লাহ নিশ্চয়ই ঠিক করে রাখেন কে সম্মান পাবে আর কে অপমান সহ্য করবে। মানুষের ওপর রাগ করে বা কষ্ট পেয়ে কি হবে? খবর বাংলানিউজের। তার এই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই সহমত পোষণ করেছেন। একইসঙ্গে তার রূপ ও অভিনয়ের প্রশংসাও করছেন কেউ কেউ। ‘প্রেমের তাজমহল’ খ্যাত নির্মাতা গাজী মাহবুব লেখেনইদানিং আপনার কিছু লেখা আমাদের চিন্তিত করে। আপনার জন্য দোয়া রইলো। বলে রাখা যায়, দীপা খন্দকারের সময়কার বেশিরভাগ অভিনেত্রীই অভিনয়ে অনিয়মিত। একমাত্র তিনিই অভিনয় জীবনের শুরু থেকে আজ পর্যন্ত কোনোরকম বিরতি ছাড়া নিয়মিত আলোচনায় থেকেই একের পর এক নাটক, বিজ্ঞাপন এবং সিনেমাতে অভিনয় করে যাচ্ছেন। নতুন নতুন চরিত্র আর বৈচিত্র্যময় অভিনয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। সমপ্রতি দীপা অভিনয় করেছেন ‘পৃথিবী বদলে গেছে’ নামের একটি নাটকে। এতে একজন ডাক্তারের ভূমিকায় দেখা যাবে তাকে। নাটকটি পরিচালনা করেছেন অভিনেতা ম ম মোরশেদের ছেলে ম ম পৃথ্বি। এর মাধ্যমে পরিচালনায় নাম লিখিয়েছেন তিনি। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন পৃথ্বি। নাটকে ব্যস্ত থাকলেও সিনেমাতেও অভিনয়ে করেছেন দীপা।

এরই মধ্যে তন্ময় সূর্যের নির্দেশনায় ‘হাঙ্গর’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে কুয়াকাটায়, যদিও পুরো কাজ এখনও শেষ হয়নি। পাশাপাশি বদিউল আলম খোকনের ‘তছনছ’ সিনেমায়ও তাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ একটি ভূমিকায়।

পূর্ববর্তী নিবন্ধবায়ুদূষণ: এক নীরব ঘাতক
পরবর্তী নিবন্ধঢাকায় না গেয়েই চলে যেতে হবে পাকিস্তানি ব্যান্ড কাবিশকে!