চট্টগ্রাম পৌঁছেছেন আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মজিআ)। তাঁর সঙ্গে এসেছেন পীরে বাঙাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মজিআ) ও আল্লামা সৈয়দ কাসেম শাহ (মজিআ)। গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার দৈনিক আজাদীকে জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হুজুর কেবলা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। এরপর তাকে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা সংলগ্ন আলমগীর খানকাহ শরিফে নিয়ে আসা হয়। আগামীকাল আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রামে ঐতিহ্যবাহী জশনে জুলুছ বের করা হবে। জশনে জুলুছে নেতৃত্ব দিবেন আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মজিআ)।
এদিকে, হুজুর কেবলাগণ নগরীর ষোলশহর আলমগীর খানকাহ্ শরিফে পৌঁছালে আনজুমান ট্রাস্ট ও গাউসিয়া কমিটির পক্ষ হতে তাঁদেরকে লালগালিচা সংবর্ধনা ও ফুলেল অভিবাদন জানানো হয়। হুজুর কেবলা আল্লামা সৈয়দ তাহের শাহ্ (মজিআ) মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি সমৃদ্ধি সহ জশনে জুলুসের সফলতা কামনায় মুনাজাত করেন। আনজুমান নেতৃবৃন্দ অত্যন্ত কষ্ট স্বীকার করে বাংলাদেশে আসায় হযরাতে কেরামের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। হুজুর কেবলাত্রয়কে সংবর্ধনা প্রদানকালে আনজুমান ট্রাস্ট ও গাউসিয়া কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ মহসিন, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, মুহাম্মদ আনোয়ার হোসেন, মুহাম্মদ শামসুদ্দীন, মুহাম্মদ সিরাজুল হক, গিয়াস উদ্দিন শাকের, পেয়ার মোহাম্মদ, মুহাম্মদ আনোয়ারুল হক, আশেকে রসূল বাবু, আবদুল হামিদ, শাহজাদ ইবনে দিদার, মোছাহেব উদ্দিন বখতিয়ার, কমর উদ্দিন সবুর, মাস্টার হাবিব উল্লাহ, তসকির আহমদ, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।