আল্লামা শেরে বাংলা (রহ.) ছিলেন ইসলামের মূলধারার দিকপাল

ইসলামিক ফ্রন্টের আলোচনা সভায় আল্লামা জুবাইর

| শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৬:৩০ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, আল্লামা শেরে বাংলা (রহ.) ছিলেন একজন উঁচু মাপের বুজুর্গ আলেমেদ্বীন এবং ইসলামের মূলধারার মহান দিকপাল। সুন্নীয়ত পরিপন্থী যে কোনো বক্তব্য, বিবৃতি ও লিখনীর বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স নীতি অনুসরণ করতেন। ফলে বাতিলপন্থিদের বিরুদ্ধে তিনি একাই লড়ে গেছেন। ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গত ১৩ জানুয়ারি চেরাগী মোড়স্থ সালমা ভবনস্থ সংগঠন কার্যালয়ে আল্লামা ছৈয়দ আজিজুল হক শেরে বাংলা (রহ.) ওরশ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফ্রন্ট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি ছিলেনকেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, ভাইস চেয়ারম্যান কাজী জসিম উদ্দীন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন। বক্তব্য দেন, মাস্টার আনোয়ারুল আজিম, অধ্যাপক শহিদুল্লাহ সাদা, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা মোজাম্মেল হোসাইন, ডা. হাসমত আলী তাহেরী, মাওলানা মহিউদ্দিন তাহেরী, অধ্যক্ষ মাওলানা জানে আলম নেজামী, মাওলানা আবদুল মালেক আশরাফী, মাওলানা মাসুদ করিম চৌধুরী, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, কাজী আহসানুল আলম, এস এম আবু সাদেক ছিটু, এম আহমদ রেজা, ইঞ্জিনিয়ার রাসেদুল ইসলাম রাসেল, মাওলানা মুরশেদুল আলম কাদেরী, শহিদুল ইসলাম, মাসরুর রহমান, মোহাম্মদ ফোরকান, জিল্লুর রহমান কুতুবী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে গভীর রাতে টিনের চাল কেটে তিন দোকানে চুরি
পরবর্তী নিবন্ধচন্দনাইশে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক আহত