আল্লামা শাহ আবু বক্কর

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৫ জুলাই, ২০২১ at ১১:৫০ পূর্বাহ্ণ

বাঁশখালীর প্রখ্যাত আলেম আল্লামা শাহ আবু বক্কর (৭২) আর নেই। গত ২০ জুলাই ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে ৩ ছেলে, ৬ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। শাহ আবু বক্কর বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামে জন্ম গ্রহণ করেন। দেশ-বিদেশের বিভন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে তার ছাত্ররা। কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। ওইদিনই নিজ হাতে প্রতিষ্ঠিত শীলকূপ মনকিচর ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধছায়া রাণী দাশ
পরবর্তী নিবন্ধখালেদা আকতার