দেশের কওমি মাদ্রাসাগুলোর শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আল্লামা মাহমুদুল হাসান। হাটহাজারী মাদ্রাসার সূরা কমিটির সদস্য মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী জানান, ৬৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আল্লামা মাহমুদুল হাসান। তার নিকটতম প্রতিদ্বন্ধী মাওলানা নূর হোসাইন কাসেমী পেয়েছেন ৫০ ভোট। এছাড়া ৭৩ ভোট পেয়ে মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন মাওলানা মাহফুজুল হক। গতকাল শনিবার রাজধানীর কাজলায় বেফাকের কেন্দ্রীয় অফিসে মজলিসে আমেলার বৈঠকে লিখিত মতামতের মাধ্যমে এ ভোট গ্রহণ করা হয়।
আল্লামা মাহমুদুল হাসান গুলশান আজাদ মসজিদের খতিব। তিনি যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার মুহতামিম। আর মহাসচিব মাহফুজুল হক প্রয়াত শায়খুল হাদিস আজিজুল হকের ছেলে ও মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসার মুহতামিম। তিনি এর আগে বেফাকের সহকারী মহাসচিব ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে বেফাক ও কওমি মাদ্রাসার আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়ার সভাপতি পদটি শূন্য হয়। গঠনতন্ত্র অনুযায়ী যিনি বেফাকের সভাপতি হবেন, তিনিই হাইআতুল উলয়ার চেয়ারম্যান হবেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সভাপতি পদে সদস্যরা জ্যেষ্ঠ আলেমদের মধ্য থেকে সাতজনকে ভোট দেন। নির্বাচনে হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে সভাপতি পদে তিনজন ভোট দিয়েছেন। বাকি চারজনের মধ্যে মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী এবং মাওলানা সাজিদুর রহমান দুই ভোট করে পেয়েছেন। অন্য দুজন পেয়েছেন এক ভোট করে। বেফাকের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ১৪৭ জন সদস্যের মধ্যে ১২৫ জন সভায় উপস্থিত ছিলেন।