হযরতুল আল্লামা শাহ্ আবদুল মালেক আল কুতুবী মুহিউদ্দিন আজমী (র.) বাবাজান কেবলার ২১তম বার্ষিক ওরশ ও ফাতেহা শরীফ আগামীকাল ১৯ ফেব্রুয়ারি শুক্রবার কুতুবদিয়ায় কুতুব শরীফ দরবারে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাবাজান কেবলার ভক্তদের ওরশ শরীফে যাওয়ার জন্য সরকার একটি বিশেষ সী-ট্রাক সার্ভিস প্রদান করেছে। উক্ত সী-ট্রাকটি (জাহাজ) আগামী ১৯ ফেব্রুয়ারি সকাল ৮টায় সদরঘাট বিআইডব্লিউটিসি টার্মিনাল থেকে রওনা হয়ে কুতুবদিয়া দরবার ঘাটে যাবে। ২০ ফেব্রুয়ারি সকাল ৭ টায় উক্ত সী-ট্রাক দরবার ঘাট থেকে সদরঘাট বিআইডব্লিউটিসি টার্মিনালের উদ্দেশে ছেড়ে আসবে। কুতুব শরীফ দরবার চট্টগ্রাম নগর কমিটির সভাপতি আজিজুল কদর ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান খান এক বিবৃতিতে ভক্তদেরকে সরকার নির্ধারিত ভাড়া প্রদান করে মাঙ পরিধান ও নিরাপদ দূরত্ব বজায় রেখে দরবারে যাতায়াতের জন্য অনুরোধ জানিয়েছেন। প্রেস বিঞ্জপ্তি।