হযরত শাহসুফি আল্লামা নাদেরুজ্জামান খান (রহ.) এর দুইদিনব্যাপী বার্ষিক ওরশ আজ ১১ ও কাল ১২ অক্টোবর চন্দনাইশ বরমাস্থ বাইনজুরি দরবার শরিফে অনুষ্ঠিত হবে। ওরশের কর্মসূচিতে রয়েছে খতমে কুরআন, খতমে গাউসিয়াসহ বিভিন্ন খতম, হুজুর কেবলার (রহ.) জীবনী আলোচনা, মিলাদ মাহফিল, আখেরি মুনাজাত ও তাবারুক বিতরণ। মাহফিলে সভাপতিত্ব করবেন বাইনজুরি দরবার শরিফের মুন্তাজেম পীরজাদা শাহসুফি আল্লামা আবদুল হাই মুহাম্মদ আসাদুজ্জামান খান (মজিআ)। রবিবার সমাপনী দিনে দেশ জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনায় আখেরি মুনাজাত পরিচালনা করবেন গাটিয়াডেঙ্গা দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা মুজিবুল হক জাঁহাগিরি কাদেরী (মজিআ)। ওরশ মাহফিলে দরবারের ভক্ত অনুরক্তসহ সবাইকে অংশগ্রহণের জন্য বাইনজুরি দরবার শরিফের নায়েবে মুন্তাজেম শাহজাদা আবদুল হাই মুহাম্মাদ আরিফুজ্জামান খান ও শাহজাদা আবদুল হাই মুহাম্মদ আনিসুজ্জামান খান অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।