আল্লামা তৈয়্যব শাহ্‌ (রহ.) ছিলেন মুসলিম মিল্লাতের পথপ্রদর্শক

ওরস মাহফিলে বক্তারা

| মঙ্গলবার , ১৮ জুলাই, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

আওলাদে রাসুল (সা.) আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্‌ (রহ.) মুসলমানদের কোরআনসুন্নাহর আলোকে শরীয়ত ও তরিকতের সমন্বয়ে জীবন গঠনের পথ নির্দেশনা দিয়ে গেছেন। তিনি ছিলেন রাসূল (সা.) আদর্শের বাস্তব প্রতিচ্ছবিমুসলিম মিল্লাতের উজ্জ্বল আলোকবর্তিকা, দ্বীন ইসলামের অনন্য সংস্কারক। গাউসিয়া কমিটি বাংলাদেশ ডবলমুরিং থানার ব্যবস্থাপনায় সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহের (রহঃ) পবিত্র সালানা ওরস সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব দোভাষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ আলকাদেরীর সঞ্চালনায় গত ১৬ জুলাই রাতে মনসুরাবাদস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মহাসচিব শাহাজাদ ইবনে দিদার সাহেব। প্রধান বক্তা হিসেবে তকরির করেন মাওলানা মুহাম্মদ আশরাফুজ্জামান আলকাদেরী। আরও উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, মুহাম্মদ মনির উদ্দিন সোহেল, এরশাদুল আলম হীরা, মুহাম্মদ রেজাউল হোসেন জসিম। বক্তব্য রাখেন মুহাম্মদ শাহ আলম, আবদুল মালেক, মুহাম্মদ ইউসুফ ও মুহাম্মদ আবদুর রহিম চৌধুরী। উপস্থিত ছিলেন মুহাম্মদ আলী, হাজী নুরুল হক, শফিউল আজম রুবেল, পীর আলী, হাজী মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ সরওয়ার, মুহাম্মদ সাজ্জাদ হোসাইন, মুহাম্মদ সোলায়মান মিয়া, হাজী ছাগির আহাম্মদ, মুহাম্মদ সলিমুল হক সেলিম, মুহাম্মদ মোবারক আলী, মো. শাহজাহান করিম, মো. আলমগীর ও আবুল মিয়া প্রমুখ। পরিশেষে সালাতুস সালাম, মুনাজাত ও তবারুক পরিবেশন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের মনীষীদের কীর্তি ও কৃতি তুলে ধরা হোক : তৈরি হোক ইতিহাস সচেতন প্রজন্ম
পরবর্তী নিবন্ধআবু তরাফ