আল্লামা তাহের শাহ্‌’র ঢাকা ত্যাগ

মোহাম্মদপুর খানকাহ্‌ শরীফে ও বিমানবন্দরে বিদায় সংবর্ধনা

| বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

আওলাদে রাসূল, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্‌ (মা.জি..)কে, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ্‌ (মা.জি..) এবং সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্‌ (মা.জি..) গতকাল বুধবার ঢাকা মোহাম্মদপুরস্থ খানকাহ্‌কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় এবং হযরত শাহ্‌ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বিদায়লগ্নে বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। হুজুর কেবলাবৃন্দ সন্ধ্যা ৭৫০ মিনিটে আমিরাত ফ্লাইটযোগে পাকিস্তান সিরিকোট শরীফের উদ্দেশে রওয়ানা হন। আনজুমানরহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ঢাকা ও চট্টগ্রামে ঐতিহাসিক পবিত্র ঈদমিলাদুন্নবী (.) এর জশ্‌নে জুলুস উদযাপন ও নেতৃত্বদানের লক্ষ্যে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ হুজুর কেবলাবৃন্দ বাংলাদেশে আসেন। পবিত্র ঈদমিলাদুন্নবী (.)’র ৫১ তম জশ্‌নে জুলুস নেতৃত্বদানসহ ঢাকা ও চট্টগ্রামের বিভিন্নস্থানে মাহফিলে গাউসিয়তের সৌরভ ছড়িয়ে দেন।

হুজুর কেবলায়ে আলমকে মোহাম্মদপুরস্থ খানকাহ্‌ শরীফে ও হযরত শাহ্‌ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করেন পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান, আনজুমানরহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল মুাহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারী মুাহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মুাহাম্মদ সিরাজুল হক, এসিস্‌টেন্ট জেনারেল সেক্রেটারী এস এম গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী মুহাম্মদ এনামুল হক বাচ্চু, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা কাজী মুহাম্মদ আবদুল আলীম রেজভী, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির মহাসচিব মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, ঢাকা আনজুমান শাখার চেয়ারম্যান মুহাম্মদ শহীদুল্লাহ, সেক্রেটারী মুহাম্মদ মিজানুর রহমান, আনজুমান ট্রাস্টের সদস্য তছকির আহমদ, মুহাম্মদ কমরুদ্দিন সবুর, সাদেক হোসেন পাপ্পু, আবদুল মালেক বুলবুল, আশেক রসুল খান বাবু, মোহাম্মদ হোসেন খোকন, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মাহবুবুল হক খান, গাউসিয়া কমিটি মহানগরের সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, অর্থ সম্পাদক মুহাম্মদ মনোয়ার হোসেন মুন্না, মাওলানা মুহাম্মদ মনির উদ্দিন সোহেল, মুহাম্মদ মহিউদ্দিন, হাফেজ মুহাম্মদ আজহারুল হক আজাদ, জামাল উদ্দিন সুরুজ, এরশাদ খতিবী, উত্তর জেলার সভাপতি (ভারপ্রাপ্ত) জমির উদ্দিন মাস্টার, মাওলানা মুহাম্মদ আহসান হাবিব চৌধুরী, দক্ষিণ জেলার সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার, কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্‌রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মুফতি আবুল কাসেম মুহাম্মদ ফজলুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব আর্থ্রাইটিস দিবস আজ
পরবর্তী নিবন্ধরোহিতের রেকর্ড সেঞ্চুরিতে উড়ে গেল আফগানিস্তান