আল্লামা জালাল উদ্দিন আল-কাদেরি (রাহ.) স্মরণে মাহফিল কাল

| বুধবার , ২৬ নভেম্বর, ২০২৫ at ৮:২৫ পূর্বাহ্ণ

জমিয়তুল ফালাহ মসজিদের সাবেক খতিব, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ খতিবে বাঙাল আল্লামা মোহাম্মদ জালাল উদ্দিন আলকাদেরি (রাহ.) এর নবম মৃত্যুবার্ষিকী স্মরণে মাহফিল আগামীকাল বৃহস্পতিবার বাদ আসর জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার এ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। খোরশেদুর রহমানের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি প্রফেসর কামাল উদ্দীন আহমদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ড. জাফর উল্লাহ, আব্দুল হাই মাসুম, দিলশাদ আহমেদ, মাইনুদ্দিন মিঠু, হাফেজ সালামত উল্লাহ, খুরশেদ আলী চৌধুরী, মনসুর সিকদার, মাহাবুবুল আলম, হাফেজ আহমদুল হক, শাহাবুদ্দিন, জহির উদ্দিন প্রমুখ।

শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ ও আল্লামা জালাল উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে মাদ্রাসাসমূহের অধ্যক্ষবৃন্দ, মসজিদের খতিব, আলেম ওলামা, বুদ্ধিজীবীসহ মুসল্লীবৃন্দ উপস্থিত থাকবেন। মাহফিলে অংশগ্রহণের জন্য শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। বাদ এশা মিলাদকিয়াম, মুনাজাত ও তাবরুক বিতরণের মাধ্যমে মাহফিল শেষ হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক বিচার দাবি হেফাজতের
পরবর্তী নিবন্ধহাজী আবিউল হক