আল্লামা শাহ্ছুফি গাজী সৈয়দ মুহাম্মদ আজিজুল হক আল-কাদেরী শেরে বাংলা (রহ.)’র ৫৩তম বার্ষিক ওরশ শরীফ আজ হাটহাজারী গাউসিয়া আজিজিয়া মঞ্জিলে অনুষ্ঠিত হবে। ওরশে সকলকে উপস্থিত থাকার জন্য সাজ্জাদানাশীন সৈয়দ মাওলানা মুহাম্মদ আমিনুল হক আল-কাদেরী (বড় মিয়া) অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।