বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠানের আয়োজনে ‘মুসলিম মননে আল্লামা ইকবালের চিন্তা ও দর্শনের প্রভাব : পরিপ্রেক্ষিত একবিংশ শতাব্দী’ শীর্ষক সেমিনার গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। নগরীর ধনিয়ালাপাড়াস্থ বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান মিলনায়নতনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ)। লিখিত প্রবন্ধে তিনি বলেন, ডক্টর আল্লামা ইকবাল ভারতীয় উপমহাদেশের এক ক্ষণজন্মা দার্শনিক। পাশ্চাত্য শিক্ষায় গড়ে উঠলেও মন–মগজ ইসলামী সভ্যতায় ভরপুর। তার চিন্তা ও দর্শন মুসলিম মননে জাগ্রত ছিলো, আছে এবং থাকবে চিরকাল। তাঁর বর্ণিল জীবন, কালিক চিন্তা–চেতনা ও তার দিক, নির্দেশনামূলক বক্তব্য থেকে একবিংশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় মুসলিম মিল্লাতের ঐক্য ও সংহতির নতুন ভিত রচনা হবে বলে আমাদের একান্ত বিশ্বাস। সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ. ক. ম আবদুল কাদির। আল্লামা ইকবালের জীবনীর ওপর আলোচনা রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, বর্তমান চেয়ারম্যান প্রফেসর ডক্টর আ ক ম আব্দুল কাদের, আইআইইউসির অধ্যাপক ডক্টর বিএম মফিজুর রহমান আল আজহারী, মাওলানা আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ, মজলিসুল উলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশিদ নুরী। সেমিনারে আঞ্জুমানে নওজোয়ানের উপদেষ্টা এস এম সাজ্জাদ হোসেন, অধ্যপক তাহের সেলিম, সভাপতি মাওলানা কাজী আব্দুল হান্নান জিলানী, সাধারণ সম্পাদক দিদারুল আলম, সিনিয়র সহ–সভাপতি আব্দুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ইউসুফ এবং দেশবরেণ্য ইসলামি গবেষকগণ অংশ গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।