আল্লামা আবুল হোসাইন বদরীর ওরশ মাহফিল

| সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২০ পূর্বাহ্ণ

হযরত শাহ্‌সূফী আল্লামা আবুল হোসাইন বদরীর (রা.) ৭২তম ওরস উপলক্ষে একেখান মাহমুদ খান জামে মসজিদে আল্লামা বদরী ইউথ ফোরাম আহবায়ক কমিটির ব্যাবস্থাপনায় ওয়াজ ও মিলাদ মাহফিল ২১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন রাজ্জাক আলী মিয়া। প্রধান মেহমান ছিলেন হযরত শাহসুফি আমানত খানের (রা.) আওলাদেপাক ও হজরত শাহ সুফি আমানত খান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ হাবিব উল্লাহ খাঁন মারুফ, প্রধান বক্তা ছিলেন মুফতি শাহ্‌ ফাইজুল কাবির বদরী, বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম ফকির তালুক দরবার শরিফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা আ উ ম ইশফাকুর রহমান রেজা, হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুল হালিম আলকাদেরী। মাহফিলে আরো বক্তব্য রাখেন, মাওলানা মুহাম্মদ ফোরকান কাদেরী, মাওলানা মুহাম্মদ আবু তালিব আলকাদেরী, মাওলানা মুহাম্মদ শাহ্‌ পরাণ, কারী মুহাম্মদ ইশতিয়াক উল আলম, না’তে রাসূল (সা.) পরিবেশন করেন শায়ের আরাফাত রেযা, মাহফিল উপস্থাপনায় ছিলেন মুহাম্মদ রাকিবুল হাসান আলহোসাইনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিষ্ঠা ফাউন্ডেশনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
পরবর্তী নিবন্ধএসোসিয়েশন ফর কমিন্যুটি ডেভেলপমেন্টের এডভোকেসি সভা