অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ আজিজুল হক আলকাদেরীর (রহ.) ৫ম বার্ষিক ওরশ ও ছিপাতলী জামেয়া গাউছিয়া মুুঈনীয়া কামিল মাদ্রাসার ৫১তম সালানা জলসা হাটহাজারী ছিপাতলী দরবারে কাদেরিয়া চিশতীয়া আজিজিয়া আলিয়া শরীফে আজ অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ থেকে ওরশ শরিফের কর্মসূচি শুরু হয়েছে। গরিবদের জন্য ফ্রি চিকিৎসাসেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ, গুণীজন সংবর্ধনা, গরিব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, গরিব দুস্থদের মাঝে কর্মসহায়ক সিএনজি, ভ্যানগাড়ি, রিকশা বিতরণ, হাটহাজারীসহ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়, তিন পার্বত্য জেলায়, ঢাকা, কুমিল্লা, চাঁদপুরসহ বিভিন্ন জেলায় ১ লাখ পরিবারের মাঝে তবরুক বিতরণ ওরশ শরিফের অন্যতম কর্মসূচি। মাহফিলে সভাপতিত্ব করবেন দরবারে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া আলিয়া শরিফের সাজ্জাদানশীন অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দীন আলকাদেরী (মজিআ)। প্রেস বিজ্ঞপ্তি।