আল্লামা শাহসূফি মুহাম্মদ আজিজুল হক আল–কাদেরীর (রহ.) ৬ষ্ঠ তম বার্ষিক ওরশ উপলক্ষে ৫ দিনব্যাপী কর্মসূচির ৪র্থ দিনে আয়োজিত মাহফিল গত ২৪ জানুয়ারি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলীস্থ গাউছিয়া আজিজিয়া শাহী দরবার শরীফে অনুষ্ঠিত হয়। আজিজিয়া কাজেমী কমপ্লেঙ (ট্রাস্ট) বাংলাদেশের চেয়ারম্যান শাহসূফি আল্লামা প্রফেসর ড. আবুল ফাতাহ্ মুহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন গাউছিয়া আজিজিয়া শাহী দরবার শরীফের সাজ্জাদানশীন জা–নশীনে আল্লামা কাদেরী শাহ্, ফছ্িহ–এ মিল্লাত, আল্লামা শাহ্জাদা আবুল ফছ্িহ মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী (মা:জি:আ:), আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনউদ্দীন আশরাফী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আল্লামা আবু সুফিয়ান আল কাদেরী, আল্লামা ইদ্রিস আনছারী, মাওলানা মিজানুর রহমান আল কাদেরীসহ অসংখ্য আলেম ওলামাগণ। পরিশেষে মিলাদ, কেয়াম, আখেরী মুনাজাত এর মাধ্যমে ৪র্থ দিনের কর্মসূচি সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।