আল্ট্রাসনোগ্রাফি করতে এসে শিশুর জন্ম এপিক হেলথ কেয়ারে

| মঙ্গলবার , ২৮ মার্চ, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের প্রথম ও একমাত্র আইএসও এক্রিডিটেশন সনদপ্রাপ্ত ডায়াগনস্টিক সেন্টার ও বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার এপিক হেলথ কেয়ারে আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষা করতে এসে শিশুর জন্ম দেয় রসি আক্তার। তাদের গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে। তার স্বামীর নাম মোহাম্মদ রুবেল। জানা যায়, রাতে রসি আক্তারের শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত নিকটস্থ দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করে। চমেক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক তাকে আল্ট্রাসনোগ্রাফি করতে বললে তারা রসি আক্তারকে এপিক হেলথ কেয়ারে নিয়ে আসে। উঠে প্রসব বেদনা।

মুহূর্তেই এপিকের কনসালটেন্ট ও কর্মকর্তাকর্মচারীদের সহযোগিতায় ফুটফুটে কন্যা শিশুর জন্ম হয়। পরে এপিকের ঊর্ধতন কর্মকর্তাগণ নবজাতকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও পরিবারের হাতে পুরস্কার তুলে দেন। নবজাতকের পিতা মোহাম্মদ রুবেল বলেন, আমি এপিক হেলথের কর্মকর্তাকর্মচারিদের ধন্যবাদ জানাই। আমার আগের দুই কন্যা সন্তান আছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের প্রত্যয়
পরবর্তী নিবন্ধমেহেদীবাগে গ্রিন বিল্ডিং হোয়াইট ওক হস্তান্তর করলো র‌্যাংকস এফসি