আলোহীন সড়ক ও নিয়ন্ত্রণহীন গতির কারণেই আউটার রিং রোডে প্রাণ গেল দুই তরুণের

| বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের ফৌজদারহাট টোল রোডে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই তরুণ। বুধবার (৯ অক্টোবর) রাত ১১টার দিকে চিটাগাং ফিলিং স্টেশনের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার আব্দুর রবের ছেলে শাহারিয়ার আজিজ অনিক (২৭) এবং চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ব্যাংক কলোনি এলাকার মো. সোহান (২৭)। অনিক আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (IIUC)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সদ্য স্নাতক সম্পন্ন করেছেন। তার শিক্ষা জীবন শুরু হয়েছিল বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে।

জানা যায়, টোল রোডে দীর্ঘদিন ধরে কার্যকর কোনো সড়কবাতি নেই। ফলে রাতের বেলায় এলাকায় ঘন অন্ধকার নেমে আসে। তারা অভিযোগ করেন, এমন অবস্থায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে না থাকলে বিপদের ঝুঁকি অনেক বেড়ে যায়। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটির গতি ছিল অত্যন্ত বেশি, যার ফলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে দুর্ঘটনার শিকার হয়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

টোল রোডটি চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক হলেও দীর্ঘদিন ধরে এখানে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা। বিশেষত রাতে চলাচলের সময় সড়কটি হয়ে ওঠে প্রাণহানির ফাঁদ। এ নিয়ে স্থানীয়দের মাঝে দীর্ঘদিন ধরেই উদ্বেগ থাকলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।

নিরাপদ সড়কের দাবিতে যেখানে দেশজুড়ে নানা সচেতনতামূলক কার্যক্রম চলছে, সেখানে চট্টগ্রামের এই গুরুত্বপূর্ণ রুটে এমন উদাসীনতা নতুন করে প্রশ্ন তুলছে সড়ক ব্যবস্থাপনার দক্ষতা নিয়ে।

নিহত দুই তরুণের অকাল মৃত্যু শুধু দুটি পরিবারকেই শোকাহত করেনি, এটি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে—আধুনিক সড়ক ব্যবস্থার নামে তৈরি অবকাঠামো কেবল তখনই অর্থবহ হয়, যখন তা নিরাপদ।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানকে অত্যাধুনিক মার্কিন এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রি করবে রেথিয়ন
পরবর্তী নিবন্ধনোয়াখালী মায়ের দাফন আটকে সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মারামারি