কদমতলীস্থ আলোসিড়ি ক্লাব আয়োজিত ১১তম দিবারাত্রি শর্টপিচ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে মাদারবাড়ী বালুর মাঠে ৮২ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত দেশের সর্ববৃহৎ এই টুর্নামেন্টের উত্তেজনাপূর্ন ফাইনালে বিছমিল্লাহ কমিউনিকেশন ৬ রানে শিকদার ওয়ারিয়র্স পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।
আলোসিড়ি ক্লাব সভাপতি নাহিদ মুরাদ মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুর খানের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সালাউদ্দিন, মসিউল আলম স্বপন, মা–শিশু হাসপাতালের সাধারন সম্পাদক জাহিদুল হাসান, বাইতুল জান্নাত মহল্লা কমিটির সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচ এম রাশেদ, এম এ মুসা বাবলু, কাউসার হোসেন বাবু, কামরুন নাহার লিজা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য মঞ্জু, রাশেদ,হিরু, রাজিব, সবুজ, জুয়েল, বাবু, রিফাত, রাজু, জসিম, শুভ, রাব্বি, মিন্টু, রিপন, রিয়াজ, রিজভি, নয়ন, ইমন, আজমাঈন, মাহিন। ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন বিছমিল্লাহ কমিনিউকেশনের তানভীর।