আলোসিড়ি দিবা–রাত্রি সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচ শুরুর প্রথম দিনে জয় পেয়েছে সিদ্ধান্ত এন্টারপ্রাইজ ও বাইতুল জান্নাত বয়েজ। শুক্রবার রাতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে মাদারবাড়ী পোর্ট সিটি হাউজিং সোসাইটি মাঠে (বালুর মাঠ) অনুষ্ঠিত দুটি ম্যাচের ১ম টিতে সিদ্ধান্ত এন্টারপ্রাইজ ১৯ রানে হানিফ একাদশকে, অপর খেলায় বাইতুল জান্নাত বয়েজ ২২ রানে নেঙট জেনারেশনকে ২২ পরাজিত করে। এবার ২০টি গ্রুপে বিভক্ত সর্বমোট ৮০টি দলের অংশগ্রহনে ১৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্টে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৭ ফেব্রুয়ারি। আলো সিঁড়ি ক্লাব সভাপতি মো. নাহিদ মুরাদ মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর খানের সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য হাজী সালাউদ্দীন। ম্যাচের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদরঘাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কায়সার বাবু, মাঠের লড়াই পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ ফারুক, বায়তুন জান্নাত মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, আইয়ুব খান, সেলিম আহমেদ, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. সালা উদ্দিন জাহেদ ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক মো. রাসেল মুরাদ।