আলোর দিশার ২য় মোটিভেশন প্রোগ্রাম ও কুইজ প্রতিযোগিতা

| বুধবার , ১৩ আগস্ট, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

বাঁধনহারা তারুণ্যের আলোর দিশা : প্রিয়নবী (.)” শীর্ষক মোটিভেশনাল প্রোগ্রাম ও কুইজ প্রতিযোগিতা ১১ আগস্ট (সোমবার) দুপুর ২টায় টাইগারপাসস্থ রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাইস্কুলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকের। মূল বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। তিনি বলেন, “প্রিয়নবী (.)-এর জীবন মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তরুণদের উচিত তাঁর শিক্ষা ও চরিত্র জীবনে ধারণ করে ন্যায় ও সত্যের পথে অটল থাকা।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিওয়েজ বন্ডেড ওয়্যারহাউজ লিমিটেডএর চেয়ারম্যান ও ফাউন্ডেশনের আজীবন সদস্য লতিফা মোহাম্মদ। তিনি বলেন, যদি আজকের যুবসমাজ নবীজীর চরিত্র অনুসরণ করে তবে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অন্যায়, ইভটিজিং নির্মূল হবে। আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সাথে অংশগ্রহণ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্স সেবা প্রধান আসিফ মাহমুদ এবং সার্বিক পরিচালনায় ছিলেন পিআরও মোহাম্মদ ফখরুল ইসলাম। স্বেচ্ছাসেবক তাহামিম, সিয়াম, মাহতাব, সানজিদা, নুসরাত শারমিন, সাবরিনা নিধি, রুনা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটি তড়িৎ প্রকৌশল বিভাগে প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী দিবস
পরবর্তী নিবন্ধচবি পদার্থবিদ্যা বিভাগে গবেষণা প্রকল্প উদ্বোধন