আলোর দিশার বই ও শিক্ষা সামগ্রী বিতরণ

| শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৯:৩২ পূর্বাহ্ণ

আলোর দিশা ফাউন্ডেশনের উদ্যোগে গত শনিবার দুপুর ১টায় বাঁশখালীর রায়ছটার ফাতেমাতুজ্জাহরা র. মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীকে বই, কিতাব, শিক্ষাসামগ্রী ও ড্রেস প্রদান করা হয়। এ উপলক্ষে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাস্টার আনোয়ারুল কবিরের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলোর দিশা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ইসি সদস্য অধ্যক্ষ কাজী এস এম মিসবাহুর রহমান। উদ্বোধন করেন মিজানুর রহমান চৌধুরী সুমন। আরো উপস্থিত ছিলেন মহিউল আলম চৌধুরী, আব্দুন্নুর, আব্দুল মান্নান, জুবাইদুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে ৪০জন দরিদ্র শিক্ষার্থীকে বই, শিক্ষাসামগ্রী ও ড্রেস প্রদান করা হয়।

প্রধান অতিথি বলেন, উপকূলীয় অঞ্চলের দরিদ্র ছেলেমেয়েরা শিক্ষার আলো থেকে এখনো বঞ্চিত রয়ে গেছে। অভিভাবকদের অর্থাভাব ও অসচেতনতার কারণে অনেক শিশু বঞ্চিত হচ্ছে। বিশেষত ননএমপিও ও অনিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সরকারি বই পায়না। অর্থাভাবে শিক্ষাসামগ্রী ক্রয় করা ও প্রতিষ্ঠানের ফি আদায় করতে পারেনা। এতে অকালে অনেক শিশু ঝরে যায়। এ অবস্থার পরিবর্তনের জন্য আলোর দিশা ফাউন্ডেশন রীতিমত বইখাতা ও শিক্ষাসামগ্রী বিতরণ করে থাকে। তিনি নিবন্ধিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি অনিবন্ধিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকেও বইপুস্তক সরবরাহ করার জন্য সরকারের প্রতি দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষক নাছির উদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান