আলোর দিশা ফাউন্ডেশনের শিক্ষাসামগ্রী বিতরণ

| শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৬:৪৬ পূর্বাহ্ণ

ইউসেপ আমির হোসেন দোভাষ টেকনিক্যাল স্কুলের দরিদ্র ৪০জন শিক্ষার্থীর হাতে গতকাল শুক্রবার আলোর দিশা ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র শিক্ষার্থীদের হাতে কলম, খাতা, জ্যামিতি বক্সসহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। এসব শিক্ষাসামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন ও অতিথিবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সিওয়েজ বন্ডেজ ওয়ারহাউজের চেয়ারম্যান ও আজীবন সদস্য লতিফা মোহাম্মদ, কমর উদ্দীন আহমেদ সিদ্দিকী, সেকান্দর রহমান কায়সার।

সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দীন। প্রধান অতিথি ড. নুর হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আসিফ মাহমুদ ও মো. ফখরুল ইসলাম। শিক্ষা সামগ্রী গ্রহণের পর শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং আলোর দিশা ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠাই জুলাই আন্দোলনের শিক্ষা
পরবর্তী নিবন্ধআগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে হবে