ইউসেপ পাহাড়তলী টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে আলোর দিশা ফাউন্ডেশনের উদ্যোগে গত মঙ্গলবার শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে দরিদ্র শিক্ষার্থীদের হাতে কলম, খাতা, জ্যামিতি বক্সসহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী তুলে দেন ফাউন্ডেশন চেয়ারম্যান চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন ও অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সিওয়েজ বন্ডেজ ওয়ারহাউজ লিমিটেডের চেয়ারম্যান লতিফা মোহাম্মদ, ইউসেপ সোশ্যাল ইনক্লুশন অফিসার নন্দিতা চক্রবর্তী ও শ্রাবণী রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ পাহাড়তলি টেকনিক্যাল স্কুলের হেড মো. শামসুল আলম।
প্রধান অতিথি ড. নুর হোসাইন বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। একজন সুশিক্ষিত মানুষ শুধু নিজের জীবনকেই বদলে দেয় না, বরং সমাজকেও বদলায় এবং কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করে। তাই তরুণসমাজকে সুশিক্ষা ও নৈতিকতায় শক্তিশালী করতে হবে। তাদের শিক্ষার পথ সুগম ও মসৃণ করতে হবে। এই লক্ষ্য অর্জনে ইভটিজিং, কিশোর গ্যাং, মোবাইল আসক্তি, বাজে আড্ডা বন্ধ করতে হবে। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের জরুরি সেবা প্রধান আসিফ মাহমুদ। সার্বিক পরিচালনায় ছিলেন ফাউন্ডেশনের পিআরও মো. ফখরুল ইসলাম। উপস্থিত ছিলেন জাকারিয়া আলম এবং প্রধান জাহিদ হাসান। সভাপতি আশা প্রকাশ করেন যে, ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।