দোজাহানের বাদশা তুমি
নবী কামলিওয়ালা
যুগ–যুগান্তরে তোমার খুশবুতে
হয়ে আছে উজালা।
স্বয়ং আল্লাহ প্রশংসায় তোমার
তুমি নূরের নবী
তোমায় ভালোবাসি প্রিয় নবীজী
তুমি প্রাণের ছবি।
মদিনার বুকেতে রয়েছো শুয়ে
রহমাতাল্লিল আলামিন
তোমার প্রেমে দরুদ পড়ি, প্রিয়
নবীজী রাত্রি নিশি–দিন।
তোমার কথা মনে আসতেই
অসীম প্রেমের টান
তোমায় একদিন দেখবো আশায়
আমার অবুজ মনপ্রাণ।
মনের কাবায় আছো নবীজী
আলোর ঝর্ণাধারায়
তুমি আমার প্রিয় নবীজী
তোমার খুশবু হৃদয়পাড়ায়।
মা আমেনার কোলে তুমি
এসেছো, ইসলামের কাণ্ডারী
তুমি না এলে প্রিয় নবীজী
ভুবন আঁধারে হতো ভারী।
তুমি দিলে সত্যের দিশা
তুমি জুলুমের দুশমন
তুমি প্রিয় নবীজী আমার
তুমি প্রাণের আপনজন।
তোমার দেখা পাবোই আশা
জীবনেরও স্বপনে
তোমায় সালাম জানাই নবীজী
তুমি আলো নয়নে।