চট্টগ্রামের মিরসরাইয়ে ১০ বছর আগে বহুল আলোচিত শিশু মশিউর রহমান ওয়াসিম হত্যা মামলায় কাজী নাহিদ হোসেন পল্লবকে মৃত্যুদণ্ড এবং কাজী ইফবাল হোসেন বিপ্লবকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত।
রবিবার (৯ জুন) মামলার বাদী, ডাক্তার, তদন্তকারী কর্মকর্তাসহ মোট ২১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল আউয়াল এই ঘোষণা দেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা পিপি এড. ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় এক আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর আসামির যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করেন আদালত।
মোট আসামি ছিল ৪ জন। অপর দুই আসামি মৃত্যুবরণ করেন। রায় ঘোষণার সময় ২ আসামি আদালতে হাজির ছিলেন পরে তাদেরকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়।
এজহার সূত্রে জানা যায়, ঘটনাটি ২০১০ সালের মিরসরাইয়ের মঘাদিয়া এলাকার। তখন নিহত শিশু ওয়াসিমের বয়স ছিল ৫ বছর। শিশুটিকে গলা টিপে হত্যা করার পর সিগারেটের আগুনের ছ্যাকা দিয়ে মৃত্যু নিশ্চিত করে শিশুটির লাশ বস্তবন্দি করে বাড়ির পিছনে ছনখোলায় ফেলে রেখে পালিয়ে যায় আসামিরা। বস্তবন্দি শিশুটরি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
খরব পেয়ে ঘটনাস্থলে এসে শিশুটির লাশ উদ্ধার পুলিশ। উদ্ধার করা হয়েছিল হত্যাকান্ডের বিভিন্ন আলামত। পরে মামলা হয় তাদের বিরুদ্ধে।












