আলোকিত সমাজ গঠনে গাউসিয়া কমিটির কর্মীদের ভূমিকা রাখতে হবে

উত্তর জেলার উপজেলাসমূহের অভিষেক অনুষ্ঠানে আনজুমান ট্রাস্ট সেক্রেটারি আনোয়ার হোসেন

| বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি মূলত একটি সমাজ সংস্কার মূলক আধ্যাত্মিক সংগঠন। নৈতিক অবক্ষয়মুক্ত পরিশুদ্ধ আলোকিত সমাজ গঠনে গাউসিয়া কমিটির সকল সদস্যকে একযোগে কাজ করতে হবে। সমাজ সংস্কারের পূর্বশর্ত আগে নিজেকে পরিশুদ্ধ হতে হবে পরে সমাজ সংস্কারে নেতৃত্ব দেবে। তিনি আপন পীর মুরশিদের প্রদর্শিত পথে নিবেদিত হয়ে আলোকিত সমাজ গঠনে নিরলস ভাবে কাজ করার আহ্বান জানান। গত ২০ জানুয়ারি নগরীর ষোলশহরস্থ আলমগীর খানকা শরীফে গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন উপজেলা,পৌরসভাসমূহের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন উপরোক্ত মন্তব্য করেন। উত্তর জেলা গাউসিয়া কমিটির আহ্বায়ক এস এম ইয়াছিন হোসাইন হায়দারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেকে প্রধান বক্তা ছিলেন আনজুমান ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি মুহাম্মদ কামরুদ্দীন সবুর। বিশেষ অতিথি ছিলেন আনজুমান কেবিনেট মেম্বার আলহাজ পেয়ার মোহাম্মদ, আলহাজ্ব মাহবুব ছাফা, আলহাজ্ব সাহজাদ ইবনে দিদার, আলহাজ্ব মাহমুদ নেওয়াজ, আনজুমান মুখপাত্র এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, দাওয়াতে খায়র কেন্দ্রীয় দপ্তর সচিব মাওলানা এমরান হাসান কাদেরি। প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা কাজী আবু সৈয়দ ও সদস্য সচিব মুহাম্মদ হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার নুরুল আজিম, গাজী মুহাম্মদ লোকমান, অধ্যক্ষ মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল খালেক আলকাদেরি, মাওলানা নঈমুল হক নঈমী, ফটিকছড়ি উপজেলা দক্ষিণ সভাপতি হাফেজ মুুজহেরুল হক, মীরসরাই উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ আলমাসুদ, রাউজান উপজেলা দক্ষিণ সভাপতি এ কে এম জাহাঙ্গীর আলম, ফটিকছড়ি পৌরসভা সভাপতি মাওলানা আবু তাহের আলকাদেরি, নাজিরহাট পৌর সভাপতি ওমর কাইয়ুম, হাটহাজারী উপজেলা পূর্ব সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, রাঙ্গুনিয়া দক্ষিণ সভাপতি নুর মোহাম্মদ প্রমুখ। পরে নব গঠিত পরিষদ কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান উত্তর জেলা আহ্বায়ক মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির ১৮তম ইন্টারন্যাশনাল কনফারেন্স ২৪ জানুয়ারি শুরু
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার কবর জেয়ারত করলেন সাবেক মেয়র মনজুর আলম