আলোকিত মানুষ ইঞ্জিনিয়ার আবদুল খালেক

মো. এনামুল হক লিটন | বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:৪৬ পূর্বাহ্ণ

দেশের সংবাদপত্র শিল্পের অগ্রদূত, চট্টগ্রামের সাংবাদিকতা জগতের পথিকৃৎ দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক, ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক একজন অনুসরণীয় ব্যক্তিত্ব ও আলোকিত মানুষ। তিনি আমৃত্যু মানব সেবায় নিয়োজিত ছিলেন। ৬২তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও আত্নার মাগফেরাত কামনা করছি। চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী রাউজান সুলতানপুর গ্রামে ১৮৯৮ সালের ২০ শে জুলাই তিনি জন্মগ্রহণ করেন এবং ১৯৬২ সালের ২৫ শে সেপ্টেম্বর ইন্তেকাল করেন। সংবাদপত্র ও আধুনিক মুদ্রণ শিল্প জগতের পথিকৃত চট্টগ্রামের প্রথম ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেকএর বিচরণ বা অবদান কারো অজানা নয়। তিনি নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা শেষ করে রাউজান আরআরএসি ইনস্টিটিউশন থেকে ১৯১২ সালে প্রবেশিকা এবং চট্টগ্রাম কলেজ থেকে ১৯১৪ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ১৯১৯ সালে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে প্রথম বিভাগে স্বর্ণপদকসহ তড়িৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রি লাভ করেন। গ্রামের স্কুলে শিক্ষকতার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু। তড়িৎ প্রকৌশলী হিসেবে কিছুকাল রেঙ্গুনে চাকরি করেন। চট্টগ্রাম ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানীতে তড়িৎ প্রকৌশলী হয়ে যোগদান এবং চট্টগ্রামে বিদ্যুৎ ব্যবস্থা চালু করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন। চট্টগ্রামের শিক্ষাসাহিত্য ও সাংবাদিকতায় পৃষ্ঠপোষকতা এবং এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালনের জন্য ১৯৩০ সালে প্রতিষ্ঠা করেছিলেন কোহিনুর ইলেক্ট্রিক প্রেস। যা ছিল এ অঞ্চলের প্রথম বিদ্যুৎ চালিত ছাপাখানা। এর পূর্বে ১৯২৯ সালে ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক চট্টগ্রাম শহরে প্রতিষ্ঠা করেন পুস্তক প্রকাশনা ও বিক্রির প্রতিষ্ঠান কোহিনুর লাইব্রেরী। ১৯৫০ সালের ২২ শে ডিসেম্বর চট্টগ্রামে প্রকাশ করেন সাপ্তাহিক কোহিনুর পত্রিকা। তিনি ছিলেন সম্পাদক ও প্রকাশক। পরে ১৯৬০ সালের ৫ ই সেপ্টেম্বর প্রকাশ করেন চট্টগ্রামের জনপ্রিয় দৈনিক আজাদী। যা আজ সারাদেশে সমাদৃত। সে সময়ে কোহিনুর প্রেস ও পত্রিকাকে ঘিরে চট্টগ্রামের বুকে গড়ে ওঠে একটি সৃজনশীল সাহিত্য ও সাংবাদিক গোষ্ঠী। ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক তাঁর সম্পাদনায় প্রকাশিত দৈনিক আজাদী চট্টগ্রামের বুকে জন্ম দিয়েছে বহু সাংবাদিক, সাহিত্যিক, কবি ও গবেষককেযারা এই পত্রিকায় লেখালেখির মাধ্যমে তাদের প্রতিভার বিকাশ ঘটিয়েছেন। তাঁর প্রেস ও প্রকাশনা সংস্থা থেকে আবদুল করিম সাহিত্যবিশারদ এবং ড. এনামুল হকের যৌথ গ্রন্থ চট্টগ্রামী ভাষার রহস্যভেদ, আরাকান রাজ সভার বাংলা সাহিত্য প্রকাশিত হলে সর্বত্র সুনাম ছড়িয়ে পড়ে। বাঙালি সংস্কৃতিবিদ্বেষী পাকিস্তান সরকারের দমননীতি উপেক্ষা করে মাহবুবউলআলম চৌধুরী রচিত একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ এই প্রেসেই গোপনে মুদ্রিত হয়েছে। মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার উপমহাদেশের অন্যতম সুফি সাধক হযরত সৈয়দ আহমদ শাহ ছিরিকোটি (.)’র প্রধান খলিফা হিসেবে ধর্মীয় ক্ষেত্রেও একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা অপরিসীম। তিনি সিলসিলাহ এ আলিয়া কাদেরিয়ার একজন খলিফা ছিলেন। ১৯৫৪ সালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার সাথে জড়িত থেকে মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও রুহের মাগফেরাত কামনা করছি।

পূর্ববর্তী নিবন্ধইঞ্জিনিয়ার আবদুল খালেক চত্বর পরিচ্ছন্ন রাখা হোক
পরবর্তী নিবন্ধআজাদীর স্বপ্নদ্রষ্টা ইঞ্জিনিয়ার আবদুল খালেক