কাট্টলী ওয়ার্ডে আলোকিত তরুণ সংঘ আয়োজিত আন্তঃ মিনিবার ফুটবল টুর্নামেন্ট গত ২১ জুলাই সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় চেলসি দল ১–০ গোলের ব্যবধানে রিয়াল মাদ্রিদ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি ও ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মন্জু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর তসলিমা নুরজাহান রুবি, মো. হারুন উর রশীদ এম এ, আবু সুফিয়ান, খোরশেদ আলম জিকু, জসিম উদ্দিন, মো. হারুন, রোকন উদ্দিন চৌধুরী, ওয়াসিম উদ্দিন, ইমন, রুবেল, জাহেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।