আলোকচিত্রী সেলিম হাসানের মৃত্যুবার্ষিকী আজ

| রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩৮ পূর্বাহ্ণ

আজ আলোকচিত্রী সেলিম হাসানের ৩০ তম মৃত্যুবার্ষিকী। তিনি রাজনীতিবিদ মরহুম এডভোকেট শফিউল আলমের জ্যেষ্ঠ ছেলে। মাত্র ২১ বছর বয়সে জাপানের আন্তর্জাতিক ‘ইউনেস্কো’ পুরস্কার লাভ করেন এবং দেশবিদেশে ত্রিশটিরও বেশি পুরস্কারে অর্জন করেন।

তার দশটি একক আলোকচিত্র প্রদর্শনী দর্শক নন্দিত হয়। এছাড়াও ভারত, জাপান, ডেনমার্ক, হংকং এবং আমেরিকায় তার আলোকচিত্র প্রদর্শিত হয়, বহু আন্তর্জাতিক প্রকাশনায় তাঁর আলোকচিত্র স্থান পেয়েছে। তিনি একটি বিদেশী সংস্থার সহযোগিতায় উপজাতিদের উপর একটি প্রামাণ্য চিত্র নির্মাণের শেষ পর্যায়ে ছিলেন কিন্তু কাজটি শেষ করে যেতে পারেনি। উল্লেখ্য সেলিম হাসান চট্টগ্রামের প্রথম ফ্যাশন ফটোগ্রাফ স্টুডিও ‘আরশি’ প্রতিষ্ঠা করেন ১৯৯৫ সালের এই দিনে তিনি মারা যান। প্রেস বিজপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন করা হবে
পরবর্তী নিবন্ধআজ ওষখাইন আলি নগর দরবারে ওরশ